কিরে এখন আর গান গাইতে
ইচ্ছে করে না বুঝি,,
দেয়ালে যার ছবিটা ঝুলিয়ে রেখেছিস,,
সে ছবিটা হয়ত আর গীটার বাজাতে পারে না অন্তরে,,
সামান্য দোলাও দিতে পারে না
বাতাসের গায়,,
ছবিটা বড় অকর্মারে,,!
এতদিন হতে গেল, একবারও ফেরিওয়ালার মত
দরজায় এসে দাঁড়িয়ে বলল না,,
এই যে দরজা খোলে দাও,খোলে দাও,,
অনেক কিছু নিয়ে এসেছিগো,,
কি লাগবে? বেছে বেছে নিয়ে যাও।
বলতেই পারলো না
নিয়ে যাও,নিয়ে যাও
বেছে বেছে নিয়ে যাও।


হা হা হা,,,
তবে এই পেরেছে,,
দেয়ালে থেকে থেকে দেয়াল হয়ে যেতে,,
দেখ বাইরে কত লোহা মাটিতে থেকে থেকে
মাটি হয়ে গেল,,
আর ভেতরের ছবিটা,,
দেয়ালে থেকে থেকেই
এক অজানা অদৃশ্য
প্রেমের দেয়াল হয়ে গেল,,
দেয়াল হয়ে গেল।


আর এর সাথে সাথেই
হারিয়ে গেল গান,,
হারিয়ে গেল মুক্তি
হারিয়ে গেল ফুল
হারিয়ে গেল প্রজাপতি
দেয়ালটাই কেবল হয়ে রইল সাথী।
প্রেম- সাথী।