( উদার,অসাম্প্রদায়িক না হলে নিচের লেখাটি পড়বেন না,এটি আপনার জন্য নয়)


কতদিন চলে গেল,,বিজয় আর এলো না!!!
রক্তের সাগর সাঁতার কেটে আসা বিজয়
এসেও যেন হারিয়ে গেলো
কোন এক কাশিমপুরে!!


ষোলই ডিসেম্বর নাকি বিজয় আসে প্রতিবার
ঘাসের ডগায় বসে,ধানের শীষের আবেশে
দূরন্ত নৌকার দূরন্ত শ্বাস প্রশ্বাসে!!
কিন্তু কোথা সে?
আসে সে কোথায়? কোন বেশে?কোন দেশে?
কেউ কি দেখেছ তাকে?
বুকে হাত দিয়ে বল দেখেছ?
চুয়াত্তর এর ক্ষুধার  মানব  পারমানবিকে
চূর্ণ বিচুর্ণ যখন নবজাতক স্বদেশ
পঁচাত্তর এর পনের আগস্ট
বঙ্গকারবালার কালো ব্যথায়
ঢাকা যখন বাংলাদেশ,,
তখন কোথায় ছিল বিজয়,
দেখতে কি এসেছিলো?


বিজয় কি এসেছিলো,,যখন সংবিধানের পাতায়
কেবলি মসজিদ বানিয়েছিলো আরব ব্যবসায়ী।
বিজয় কি এসেছিলো,,,রাজসম্ভাষণে প্রত্যাবর্তন করানো দেশীয় জারজদের দিনে?
বিজয় কী এসেছিলো,,
নলের মুখে বারবার ক্ষমতা দখল করা
বর্বর বখতিয়ারদের সনে?
এসছিলো কী সে, নাকি আসে...?
বাংলার উর্বর মাটিকে বালুর বেশদানের
চলমান নিত্য প্রয়াসের ক্ষণে?
সে কি এখনো আসে,,
মাহফিলের নামে বিদ্বেষ ঘৃণা ছড়ানোর
রাতভর অন্ধকারের আয়োজনে?
বিজয় কী তেতুল বাণী হয়ে আজো সমবেত হয়
পাঁচই মে' র শাপলা চত্তরে?
বলো না বিজয় কি দেখতে আসে,,,
সুপ্রীম কোর্ট হতে সরিয়ে ফেলা ভাস্কর্য খানি?
নাকি বোরখা পরে সেও দাঁড়ায়,,,
সোফিয়ার সম্মুখে?


বলো না,  বিজয় কি আজো আসে
ঠিক সেদিনের মত,,,
যেদিন বইমেলায় এসেছিল শেষ দেখা করতে
হুমায়ুন আজাদের সাথে!
এসেছিল অভিজিৎ, দীপন,রাকেশ, বিশ্বজিৎ দের ভবিষ্যৎ বাণী করতে!
যেমনি এসেছিল একুশে আগস্ট হতে
রমনার বটমূলে উদীচীর রক্ত স্নানে?
এসেছিলো হলি আর্টিজান হতে অনলাইনের
প্রতিটা শব্দ সন্ত্রাসীর আত্মজ্ঞানে।
বিজয় এসেছিলো কী,,,
নির্বাচনের পর নির্বাচনে নির্বাসনে চলে যাওয়া
শাপলার প্রতিটি পাপড়িতে?
এসেছিলো কি সিনহার সম্মুখেই
সিংহের মুখে গাধার লাঘাম লাগাতে?
বিজয় কি সত্যি এসেছিলো সেদিনে?
পূর্ণিমা শীলের দেহ লুটের মাসিক অধ্যয়ণে?
নাকি আসে নি সে?


সত্যি করে বল হে বাঙ্গালি
তাহলে কোথায়, কোথায় আমার বিজয়?
সেও কি যোগ দিয়েছে,,,
হেফাজত ইসলামের তেরটি দোযখে ?
সেও কি মজেছে চাপাতির উজ্জ্বল উৎসব অভিধানে?
সেও কি নেমে গেছে
আস্তিক আর নাস্তিকের রমরমা ব্যবসায়?
সেও কি মাথায় তুলেছে হিজাব?
অফিস হতে নিশ্চিদ্র পাইপ লাইন
লাগিয়েছে সুইচ ব্যাংকে?
সেও কি কলম ছেড়ে স্লোগান দেয় রাজপথে, ,,
সেও কি পত্রিকায় পাতায়
শব হয়ে অক্ষরে অক্ষরে ছাপে?
পাঠ্য পুস্তকে খোঁজে  তেতুলবন্দনা?
সেও কি জিহাদ হয়ে পড়ে আছে কোন গর্তে?
আর নিত্যই রাজনের মত নিচ্ছে মৃত্যু স্বাদ,,,,
নাকি বিজয় এখনো আমার কল্পনা
এখনো আমার
মুজিব হারানোর বিষাদ?


################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৪/১২/১৭