আমাকে লুকিয়ে ফুল দেওয়া যায়,
আদরের দাতে দাতে আমার গায়ে
সুগন্ধি সিল মারা যায়,
আমি কি? কী আমার?
তা ভাবার আর দরকার কী?
আমি হই না সাত কিবা সাতাশ ফুল
আমাকে ছিড়তে তুমি বাহানাতেই মশগুল।
কখনো তুমি প্রতিবেশি, কখনো তুমি জল্লাদ আত্মীয়..
কখনো চারপাশের কেউ,
কখনো অচেনা অজানা অপ্রিয়।


তারপরেও তুমি অন্ধকারে ঝাপটে ধর মোরে..
আধারের আলোটুকুতেও অন্ধকার কর তারে।
আমি ধর্মের জাহাজে ব্যাঞ্জন অযোগ্য,
অথচ সেই জাহাজের নাবিক হয়ে
আমায় বানাও খাদ্য।
সমাজের পাতায় পাতায় আমি ঘৃন্য জগন্য,
সমাজ পতি হয়েও আমার রাতের জলে
তুমি হও পূন্য।
যাচ্ছে তাই ডামাডোলে আমাকে কর ব্যবহার
জোরে জোরে ঘায়ের ঘর্মে  
বলাৎকারে কর আমার সৎকার।
পূর্ণ কর অশ্লীল বাসনাখানি শ্লীল মুখোসে..
তুমি হুজুর নামে জোর দেখাও
আমার অপূর্ণ গতরে।
নিলেই তো অমৃত দেহ খানি
ভালবাসিতে কি দোষ আত্মাটারে।
প্রেম নয়, স্নেহ নয়, মোহও নয়
একটু গল্প কর
ঘৃনাটাই করে।


সমকামনায় কামি তুমি
তবু কেন নেই তুমি তোমার বিশ্বাসে?