আমার ছোট বেলার জীবন
আমি মিস করি ভীষণ।


ছোট বেলায় খেলাতাম শুধু খেলা
এভাবে যাইত মোর বেলা।


লাগতো না মোর গায়ে রোদ বা বৃষ্টি
মানত না মোর চোখের দৃষ্টি।


মনে হয় ছুটে বেড়াতাম সারা জেলা
কাজে ছিল মোর শুধু হেলা।


জীবন ছিল মোর চিন্তা ছাড়া
বড় হয়ে খাচ্ছি চিন্তার তাড়া।


আর পাব না ফিরে সেই মজার জীবন
তাইতো আমি মিস করি তোমায় ভীষণ।