স্বার্থবাদী মানুষগুলো শুধু নিজের স্বার্থ বোঝে
স্বার্থ কোথায় আছে তারা তাই যে শুধু খোঁজে।
স্বার্থেরই জন্য তারা মানুষ ভোজে।


স্বার্থ ছাড়া তারা করে না কিছু
স্বার্থ না পেলে হয় যে পিছু
মানুষ রুপে তারাই বিছু।


তারা শুধু জানে অন্যের থেকে নিতে
চাই না তারা অন্যকে দিতে
অন্যকে ঠকালে মনে করে যাই জিতে।


স্বার্থ তো সকলকে অবশ্যই দেখতে হয়
তাই বলে তো অন্যের ক্ষতি করে নয়
অন্যকে ঠকালে দিবে স্বার্থবাদীর পরিচয়।