রুবিনা মজুমদার ।
নীল আকাশেতে রোদ উঠে ,
আবার ঝরে অঝরে বৃষ্টি ।
রোদ - বৃষ্টি দুই মিলে ,
কবির কবিতায় অপূর্ব সৃষ্টি ।
আকাশ রোদের তাপে পুড়ে যখন ,
বৃষ্টি হয়না যখন তখন ।
আকাশেতে নিত্য রোদ - বৃষ্টি
চলে যেন অনল - পবন ।
আকাশের বৃষ্টি ভেজা দুটি আঁখি
হতে চায় কি কারো সাথী ...?
আকাশের বুকে রোদেলা হাওয়া
যেন পূরণ হয়না কোনো চাওয়া ?
আকাশ গ্রীষ্মের রোদে জ্বলে উঠে ,
কখনো মেঘের সাথে করে দোস্তি ,
আবার গোমরা মুখে আঁধার নামিয়ে
বৃষ্টি ঝরিয়ে পায় স্বস্তি ।।