জীবন যেখানে নীড় এঁকেছে ,
সেতো নয় খেলাঘর ।
পিচ ঢালা পথে মিছিলের একাংশ
প্রতিবাদের চীৎকার ।
একটা ছোট্ট আশা ,একটু ভালোবাসা
ক্ষণিকের এই জীবনের মঞ্চে ,
মিছে অভিনয় - ।
দুঃখ হতাশা ও কিছু কথা ,
এই পৃথিবী দাও শুধু
বেঁচে থাকার অধিকার ।
একটি আশায় জীবন বাঁধে ,
চোরাবালীর মাঝে খেলাঘর ।
বাঁচার এই স্বাদ কেন যায় না মুছে,
আপন মানুষটি হয় যদি পর ।
হারানো দিনগুলো গোলাপের কাঁটা সেজে,
জীবন চলার পথে ভাষাহীনের ভাষা থেকে,
রক্ত ঘেরা প্রাচীরে শোনা যায় -
হৃদয়ের অব্যেক্ত করুণ হাহাকার ।
তবু ও জীবন খোঁজে নিরব একটু আশা।
জীবনের প্রয়োজনে জীবন ,
চায় শুধু একটু ভালোবাসা ।
আবার হয়তো ফুটবে গোলাপ ,
উঠবে নতুন সূর্য ।
কোন মোহনায় জীবন খুঁজে পাবে ?
মিলন ও বাসর ।।