বর্ষার বৃষ্টি ঝরে যখন মধ্যরাতে ,
কদম ফুলের গন্ধ পাই সেই সাথে ।
কবিতা আমায় টেনে নিয়ে যায় কবিতার মাঠে ,
আমি যেন বার বার পথ হারাই কবিতা পাঠে ।
ঝম ঝম বৃষ্টির শব্দ শুনি রাত্রি বেলা ,
হারিয়ে রাতের জোছনা ভরা চাঁদ আর তারা ।
বৃষ্টির রিন ঝিন শব্দ কবিতার বুকে বাজে ,
প্রকৃতি আর কবিতা তখন অপরূপ রুপে সাজে ।
বৃষ্টি আর হাওয়ার কলরবে - -
আমি কবিতার চোখে পরাই কাজল ,
কবিতা আবার কখন ও হয় অশ্রুসজল ।
যখন শান্ত হয়ে যায় জনমানবের কোলাহল ,
কবিতার হৃদয়ের গহীনে ভেসে উঠে স্মৃতির আদল । বৃষ্টিতে ভিজে ভেঙ্গে যায় মাটির ঢেলা ,
পাখি ডানা ঝাপটায় -
যখন ভিজে গাছপালা ,
ঝমা ঝম আওয়াজ তুলে টিনের চালা ।
কবিতার হৃদয়ে জাগে এ কোন উন্মাদনা ?
কবিতার দু'চোখে একোন স্বপ্নের জালবোনা ?
যখন আকাশ ভাসে বৃষ্টির কান্নায় ,
আমি খুলি কবিতার আলবাম -
কবিতার কাছে করি আত্ম সমর্পণ ।
স্মৃতির পাতা খুলে দেখি কবিতার দর্পণ ।
হৃদয়ের গাছে ফোটে অভিমানী ফুল ,
হারিয়ে ফেলি যেন হৃদয়ের কূল ।
বৃষ্টির রাতগুলো কাটে ,
দরজা জানালা বন্ধ করে ,
আক্রোশে যেন আকাশে বিদ্যুৎ ফেটে পড়ে ।
বৃষ্টির সাথে সাথে চলে মেঘের গর্জন ,
এই পৃথিবীতে তবু জীবনের কতো আয়োজন ।
সব মানুষই বাঁচার তরী বায় -
স্বপ্নগুলো কখনো দুঃস্বপ্ন হয়ে যায়
হৃদয়ের নীল সীমানায় ।।