পরাজয়ের এই দিনে ।
যে কেউ আজ চলে যেতে চায়
চলে যাক।
আমি কাঁদবো না, দুঃখ পাবো না
তারে আর দেবো না পিছু ডাক ,
যে কেউ আজ চলে যেতে চায়, চলে যাক ।
হৃদয়ের পিঞ্ঝর টা আমি ভেঙ্গে ফেলেছি ,
সুখ পাখি টাকে বিশাল আকাশের
ঠিকানা দিয়েছি।
জানি সে আর ফিরে আসবেনা
গাইবেনা আমার গান।
যে স্বাধীন মুক্তু হতে চায়
হয়ে যাক।
তারে আর কেউ দিয়ো না পিছু  ঢাক ।
যে কেউ আজ চলে যেতে চায় চলে যাক।
হৃদয় টাকে তো কবর দিয়ে ফেলেছি
সেই খানে  শুধু ধুপের আগুন জ্বেলেছি ,
মনটা কে বলেছি আর কেঁদো না
মিছে মায়া জাল আর বেধো না।
সুখ পাখীটার কাছে এমন
কিবা চাইলাম?
জীবনের বেলা ভুমিতে তবু ,
পরাজিত হইলাম।
সঙ্গীরা চলেছে নবান্নের উৎসবে ,
প্রেমিক-প্রেমিকারা বেদনার কারাগারে বন্ধি।
আমার চোখে যে তাজমহল ছিল
তা আজ ক্ষয়ে গেছে, ধ্বসে পড়েছে
ইট, সুরকীর স্বপ্নের রুপালী প্রান্তর ।
পরাজয়ের এই দিনে---
যে কেউ আজ চলে যেতে চায়, চলে যাক,
আমি আর কাঁদবো না, দুঃখ পাবো না
তারে আর দেবো না পিছু ডাক ।।