একদিন হারিয়ে যাবে এই সুন্দর ধরণী
অজানার স্রোতে  ভেসে যাবে স্বপ্ন প্রেমের তরণী।
কতো কল্প , কতো গল্প এ মনে -----
কতো ইচ্ছা , কতো আশা জাগে ক্ষণে ক্ষণে ।
কতো ব্যাথা , কতো কথা নিয়ে
কাঁদে মোর রজনী ।
সকলের দৃষ্টি কেড়ে একদিন চলে যাবো
হৃদয়ের ব্যাথা নিয়ে হারিয়ে যাবো ,
মনে কি রাখবে মোর জীবন সজনী ?
এখানে আলেয়ার আলো নেই
এখানে জীবনেরও স্বপ্ন নেই ,
অরণ্যের মাঝে খুজতে হয় জীবন চলার পথ ।
মুক্তঝরা হাসি নিয়ে বলতে হয় কথা
হৃদয়ের মাঝখানে ক্ষণে ক্ষণে জাগে ব্যাথা ।
তবুও আশার প্রদীপটা যেন নিভে না
সে কেবলই মরীচিকার পিছনে ছুটে চলে ।
অতীত , বর্তমান , ভবিষ্যৎ
সবকিছুই যেন এলোমেলো
তারপর ও এক অন্তহীন ভাবনায়
জুড়ে আছে এই অন্তর ।
একদিন হারিয়ে যাবে এই সুন্দর ধরণী
অজানার স্রোতে ভেসে যাবে স্বপ্ন প্রেমের তরণী ।।