হৃদয়ের চার পাশে ঘিরে
একটা ক্ষুধার্ত অক্টোপাস ,
ক্রমশ আমাকে নিস্তেস করে দিচ্ছে
দুঃসময়ের বিষণ্ণ নোনাজলে ,
সাঁতার কেটে কেটে আমি ক্লান্ত ।
শোষকের নীল রঙ্গও বহমান ,
করোটিতে বিদগ্ধ দাহন ,
স্পর্ধিত সাহসী বুকে আজ বিক্ষত যন্ত্রনা।
একটা সময় ধীরে ধীরে
আমাকে অরণ্যচারী করে ফেলেছে ।
আমি মানুষের নীতি দেখেছি ,
আমৃত্যু স্বপ্নের সোনালী ,
শপথ নিয়ে যে মানুষ হৃদয়ে রেখেছিলো হৃদয় । নিদ্ধিধায় একদিন
সে ভেঙ্গেছে প্রদীপ্ত শপথ ।
আমি মৃত্যুর রুপ দেখেছি ,
ভালোবাসার রঙ রনাজ্ঞনে ,
একজন মৃত্যুঞ্জয়ী প্রেমিকের লাশ ।
অথচ প্রেমিক জানে
ভালোবাসা বলে পৃথিবীতে যা কিছু আছে ,
নিঃশব্দ অন্ধকারের কোলে পূর্ণবার ,
বেঁচে থাকার অঙ্গীকার ।
বার বার দুঃখও এসে
বেঙ্গে দেয় হৃদয় নদীর কূল ।
তবুও কেন হৃদয় খুঁজে ফিরে
কুয়াশার এঁধো প্রেম ।।