সময় হলে উড়ে যাবে পরাণ পাখী
ফাঁকি দিয়ে দুটি আঁখি ,
পাখী উড়ে যাবে অচিন পুরে
যখন পাখী চলে যাবে তোমায় ছেড়ে ,
তখন কোথায় তোমার থাকবে পড়ে ?
নিষ্প্রাণ এই দেহখানি ।
এইসব ভেবে,
আমার মন ও হয় উচাটন ।
ওরে অবুঝ মন ...
কিসের তরে,
কান্দও সারাক্ষণ ?
যখন তোমার ডাক পড়িবে
আসতে হবে এই জগতে
আসলে ভবে যেতে হবে,
সংগে তোমার কেহ নাহি রবে ,
ভেবে ভেবে আর কি তবে---
আসতে একা ,যেতে একা
সাথে রবেনা প্রাণের সখা ।
ওরে অবুঝ মন --
কে বা তোমার অতি আপনজন ?
ঝলমল এই জনমহলে--
হৃদ কমলে ঝলক লাগে,
মন না বুঝে মজো আগে
ভাব না বুঝে পোড় প্রেমের ফাঁদে ।
হৃদে জ্বালাও প্রামের বাতি
সাথে তোমার কত রঙ্গিন সাথি।
জীবনের এই আনাগোনায়
কেউ পাবানা ষোলআনা,
দুদিনের এই প্রেম-পিরিতি
হয়ে যাবে একদিন স্মৃতি ।
ওরে অবুঝ মন---
কাহার তরে,
বান্ধও ছোট্ট এই জীবন ?
যদি হৃদে ধারন করো দ্বীনের দীক্ষা
তবেই তুমি পাবে রক্ষা ,
নিজো নিজও কর্মে থাকতে ব্রতও।
যখন তোমার সময় ছিল
জ্বাললে নাতো দ্বীনের আলো ,
এখন কেন তুমি শুধু শুধু ভাবো ?
ওরে অবুঝ মন--
আর কতকাল খুজবা তুমি পরের ধন?
দিনের শেষে সন্ধ্যা হলো
চারিদিকে আঁধার কালো
মিছে কাজে দিন ফুরালো
এখন কেন তুমি কাঁদো ?
ওরে অবুঝ মন--
মাত্র কয়েক দিনের তোমার
সুন্দর ভুবন ।