শত শহীদের রক্তে রাঙ্গানো ,
এই লাল- সবুজ পতাকা ।
বাংলাদেশের মানচিত্র
বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আঁকা ।
বৃষ্টির শেষের রংধনুর সাতটি রং নিয়ে রাঙ্গানো , ফাল্গুনে ফোঁটা নানান ফুল দিয়ে সাজানো ।
আমার স্বপ্নের বাংলাদেশ ।
শত শহীদ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অন্তরে ,
তাইতো বাউল গান ধরে প্রতিবাদী সুরে ।
এই বাংলার প্রখর সূর্যের হাসি দেখি টিনের চালে । পূর্ণিমা রাতের হাসি - দেখি খালে বিলে ।
রাজ হংসী পাখা মেলে পদ্মপুকুরে ,
বড় বট গাছটা ছায়া ফেলে তপ্ত দুপুরে ।
প্রানের উচ্ছ্বাস দেখি কৃষকের সোনালী ধানের ক্ষেতে , গোলাভরা ধান দেখে কৃষাণী আনন্দে উঠে মেতে । আঁকাবাঁকা গাঁয়ের সরু পথে যখন গাঁয়ের বধূ হাটে , কত স্বপ্ন আশা থাকে বধুর হৃদয়ের বাঁকে ।
গাঁয়ের মাঠে রাখাল যখন বাজায় পাতার বাঁশি ,
দরিদ্র শিশুর মুখে তখন থাকে মিষ্টি হাসি ।
নবান্নের আগমনে - -
গ্রাম বাংলা জেগে উঠে পিঠা পায়েশের আনন্দে । অপরুপে রুপে সাজে এই বাংলা ।
এই অপূর্ব সুন্দর চিত্র শত শহীদের রক্তে আবৃত ।
আজ বাংলার বুকে আঁকা মানচিত্রের দিকে বিশ্বও তাকিয়ে রয় ,
অন্যায়ের কাছে বাঙ্গালী জাতি
কখনো মাথা নোয়াবার নয় ।।