সবাই কাঁদি সুখের তরে
সুখ হারায় কোন সু -দূরে ?
মন তুমি আর কেঁদোনা -
বুকের গভীরে নিয়ে নীল বেদনা ।
সুখের সুখ পাখি কারো জীবনে আসে ,
কেউ আবার দুঃখের নোনাজলে ভাসে ।
সুখ সেতো সোনার হরিণ -
জীবনকে একটু ছুঁয়ে হারিয়ে যায় অজানায় ।
কেউ সুখ পায় টাকা - পয়সায় ,
কেউ সুখ খুঁজে প্রিয়ার ভালোবাসায় ।
কেউ আবার সব হারিয়ে -
হারাতে চায় দূর সীমানায় ।
কেউ সুখ খুঁজে কাজের মাঝে ,
কেউ সুখ পায় কাজের ফাঁকে ।
কেউ সবকিছুকে দিয়ে ফাঁকি - -
নিজেকে খুব সুখী ভাবে ।
কেউ সুখ খুঁজে গানের সুরে ,
কেউ সুখ পায় টেলিফোনে ।
কেউ আবার নেশার ঘোরে
ঝিমিয়ে পড়ে পিচ -ঢালা পথের কোণে ।
কেউ সুখ খুঁজে শিশির ভেজা চোখে ,
কেউ সুখ পায় মিষ্টি হাসি হেসে ।
কেউ আবার সুখ খুঁজে বেড়ায় --
তিরস্কারের ছুরি মেরে অন্যের সুখে ।
কেউ সুখ খুঁজে মায়ের ভালোবাসায় ,
কেউ সুখ পায় বড় হওয়ার স্বপ্ন আশায় ।
কেউ আবার সুখ খুঁজে বেড়ায় - -
দিয়ে বক্তৃতা বড় বড় সভায় ।
কেউ সুখ পায় টিভি দেখে ,
কেউ সুখ খুঁজে সিগারেটে ।
স্যেটেলাইট এর এই যুগে - -
গৃহিনীরা সুখ খুঁজে বেড়ায় - -
টিভি সিরিয়াল নাটকে ।
কেউ সুখ খুঁজে জোছনারাতে ,
কেউ সুখ পায় প্রচুর ভোজে ।
আধুনিক এই ইন্টারনেটের যুগে - -
কেউ সুখ খুঁজে বেড়ায় অসংখ্য -
প্রেমিক - প্রেমিকার মাঝে ।
কতো সুখের কথা বলে গেলাম ,
কতো সুখ খুঁজে পেলাম ।
আশে পাশে এত সুখ --
তবু কেনও কাঁদে সবার বুক ?
চারিদিকে এতো সুখ - -
তবু দেখি দুঃখের মুখ ।
মন তুমি আর কেঁদোনা -
বুকের গভীরে নিয়ে নীল বেদনা ।