অলস প্রহরে
স্মৃতির চাঁদরে
যখন দাঁড়িয়ে থাকি একলা ,
হৃদয়ের আকাশে
অঝরে বৃষ্টি ঝরে
সূর্য উঠে না রোধেলা ।
কোনো এক চৈত্রের শেষ বিকেল বেলা ,
চেয়ে দেখি আমি
সূর্যের অস্ত যাওয়া ।
গীটারের তারগুলো ছিঁড়ে গেছে সেই কবে ,
ছন্দের অমিলে সুরগুলো উঠে কেঁপে ,
ক্লান্ত প্রহরে বসে বসে ভাবি ,
এই সুরের পথচলা কতদূর ?
অচেনা কোনো পথে খুঁজে পাবো কি
হারানো সেই সুর ?
হৃদয়ের গভীরে গেঁথে
অতীতের স্মৃতির ছায়া ,
সব কিছু ভুলে যেতে চাই
জীবনে যা কিছু হয়নি পাওয়া ।
অলস প্রহর গুলো ...
আজো কি খুঁজে বেড়ায়
একটু অনুরাগের ছোঁয়া ...?