বিশ্ব বিধাতা আমাকে দিয়েছে
চরম এক আত্মবিশ্বাস ।
তাই বেঁচে আছি আজও আমি ,
বিদেহ সময়ের বিশ্বাস ভুমিতে--
আমার রক্তিম স্নায়ুর চেতনায়
চিৎকার করে যায় একঝাক
মৃত্যুর গাংচিল।
অথচ আমি বেঁচে আছি--
বেঁচে থাকাতে বড় সাধ হয়।
নিজের ইচ্চায় নয় বিধাতার
পরম দয়ায় বেঁচে আছি।
ধ্বংস হয়ে যাওয়া হৃদয়ের মৃত্তিকায়
স্বপনের ও নতুন চারা গাথি।
সূর্য টাকে আড়াল করে গভীর রজনীতে
কবিতার উপমা সাজাই।
বলি আমি ভালো আছি।
সুখেই তো আছি।।
তবু রক্তের ভিতর ডেকে যায়
এক অদৃশ্য চিৎকার।
হৃদয়ের চারপাশে ঘিরে রাখে
এক ক্ষুধার্ত বিশ্বাস ।
একজন দেবতা আমাকে প্রশ্ন করে,
তুমি কেন বেঁচে আছো ?
আমি বলি,
বাঁচতে বড় ইচ্ছে হয়,
একটি বিশ্বাসের জন্য ...।