অঝরে বৃষ্টি ঝরে যখন ঐ দূর আকাশ হতে
বৃষ্টির আহবান ভেসে বেড়ায় এলোমেলো বাতাসে ।
ভেসে যায় নদী - সাগর গভীর আবেগে ,
আলো - আঁধারে ঢেউ এর বুকে ঢেউ লেগে ।
বর্ষার কদম ফুলের মিষ্টি ঘ্রান ,
বুকে নিয়ে বৃষ্টির মৃদু কলতান
গেয়ে যায় বৃষ্টির গান ।
আকাশের বুকে থাকে না কোনো চাঁদ তারা
অন্ধকারে কেঁদে যায় রজনীরা ।
সমুদ্রের ঢেউ এর মতোন --
স্মৃতির ঢেউ এ ভেসে যায় পাথর মন ।
যদিও হৃদয়ের দ্বার কঠিন থাকতে চায়
প্রকৃতির কাছে তবু যেন জীবন বড় অসহায় ।
সময়ের কঠিন আঘাতে আঘাতে
নীরব হয় মনের সব কথা ,
আঁখি ছলছল , সুখ -দুঃখ বুকে জাগে ব্যাথা ।
হেমন্তের ঝরা পাতার মতো অমলিন বিবাগী কষ্ট
বর্ষণমুখর গভীর রজনীতে ঘুমগুলোকে করে নষ্ট ।
বৃষ্টির রেলগাড়িটা যখন -
স্মৃতির দুয়ারে কড়া নাড়ে ,
সময়ের কাছে পরাজিত হয়ে
স্মৃতির প্রতিবিম্বটাই শুধু থাকে দাঁড়িয়ে ।
বৃষ্টির বাতাসে স্মৃতি গুলো মেলে দেয় ডানা ,
সুখের সুরগুলো সব থাকে অজানা ।
বৃষ্টির বেদনার জল ,
স্মৃতিগুলোকে কাঁদায় কেবল ।