হয়ে আছি এক অচেনা পাহাড়ি নদী
নিরব মৃদু কলতানে বয়ে চলি নিরবধি ,
বুকের আঙ্গিনায় শুনি বৃষ্টির প্রতিধ্বনি ।
নির্ঘুম রাতের আঁধারে ...
আঁকাবাঁকা পথের বাঁকে
তবু কে যেন দাঁড়িয়ে থাকে ?
অচেনা সুরে কেবল আমায় ডাকে ।
বুঝি নাতো আমি ...
সে কখন কার ছবিটি হৃদয়ে আঁকে ?
আছো তুমি আমার বিশ্বাসে
বৃষ্টি ভেজা আবেশে ...
যাই তোমায় ভালোবেসে
শব্দহীন আবেগে ।
এ কোন কঠিন ঝড় বুকের গভীরে
আছড়ে পড়ে বারে বারে ?
একটি নতুন ভোরের আশায় ...
কতো রাত জেগেছি , কতো কবিতা লিখেছি
কতো সুর সেধেছি , কতো গান বেঁধেছি ,
শুধু তোমায় ভেবে ...
শুধু তোমায় নিয়ে
আজো জানলে নাতো তুমি
তোমার মাঝে কখন যেন
হারিয়ে গেছি আমি ।।