আমি যদি ঐ দূর আকাশের চাঁদ হতাম
তোমার জীবনটাকে আলোকিত করে ,
জোছনার সব আলো -
তোমার জীবনে ছড়িয়ে দিতাম ।
আমি যদি রবির কিরণ হতাম
তোমার হৃদয়ে শুভ্র উত্তাপ দিতাম ।
আমি যদি বাদল বেলার বৃষ্টি হতাম
বর্ষার জলের মতো -
তোমার জীবনের কষ্টগুলো আমি ধুঁইয়ে দিতাম ।
আমি যদি নীলাভ আকাশ হতাম
তবে আকাশের সবটুকু উদারতা তোমায় দিতাম ।
আমি যদি বসন্তের ফুল হতাম
তোমার হৃদয়ে ফুলের সুবাস ছড়িয়ে ,
তোমার পথচলার কাঁটাগুলো সরিয়ে দিতাম ।
আমি যদি গানের পাখি হতাম
তোমায় মধুর সুরে গান শোনাতাম ।
আমি যদি ভোরের স্নিগ্ধ বাতাস হতাম
তোমার ক্লান্ত দেহে শীতল হাওয়ার
পরশ বুলাতাম ।
আমি যদি শীতের সকালের সবুজ ঘাস হতাম
শিশিরের শীতল আবেস জড়িয়ে -
তোমার পায়ে ছড়াতাম ।
আমি যদি নকশী কাঁথা হতাম
তবে শীতের রাতে তোমার গায়ে জড়াতাম
আমি যদি সমুদ্র হতাম
তবে তোমায় গভীর ভালোবাসা শিখাতাম ।
আমি যদি হাতে বোনা নকশী রুমাল হতাম
তবে তোমার চোখের জল মুছিয়ে দিতাম ।
আমি যদি রঙ্গিন প্রজাপতি হতাম
তবে তোমার ঘুমের ঘোরে -
লাল, নীল স্বপ্ন দেখাতাম ।
আমি যদি তোমার হৃদয়ের প্রেম হতাম
আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে
তোমার হৃদয় রাঙিয়ে দিতাম ।
আমি যদি তোমার বিবেক হতাম
তবে সব নষ্ট পৃথিবী থেকে -
তোমায় আড়াল করে রাখতাম ।
এই পৃথিবীর সৃষ্টির সৌন্দর্যলীলার
কোনোকিছুই হতে পারিনি আমি ।
আমি হলাম এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ
তাইতো আজ আমি এতো নিষ্ঠুর ।।