আবুঝ হৃদয়ের ............
ভালোবাসার এক নদী
আমি চেয়েছি দিতে পাড়ি ,
ভালোবাসা শুধু তোকে ভালোবেসে ।
নোঙ্গর ছেঁড়া হৃদয় হতে
ভালোবাসা তুই এসেছিলি
হৃদয়ের জোয়ার স্রোতে ।
হৃদয় আকাশের ধুসর কালো মেঘ
হৃদয়ে জেগেছিলো আবেগ ,
দু'চোখে সেটা ঝিরঝিরিয়ে ভাসে
হৃদয়ের নীল আকাশে ।
ভালোবাসা তোর জন্য ...
দু'চোখ জ্বলেছে
মনটাও পুড়ে গেছে ।
ভালোবাসা তুই বসন্তের কোকিল হয়ে
একদিন এই হৃদয়ে সুর ছড়িয়েছিলি ,
তাইতো আজ হৃদয়ের আঙ্গিনায়
ছড়িয়ে আছে তোরই ধূলিকণা ।
ভালোবাসা তোর জন্য ...
এই হৃদয় হতে বের হয়
প্রচণ্ড কষ্টের অজস্র ঘাম ,
ভালোবাসা তুই দিলিনা
এই হৃদয়ের এতোটুকু দাম ।
ভালোবাসা তুই ছিলি হৃদয়ের বসন্ত বাতাস
আর আজ হেমন্তের ঝরা পাতা ।
হেমন্তের ঝরা পাতা ঝরে যায়
বিনিময়ে কিবা পায় ?
একটু ঠাই পায় ......
ভালোবাসার সবুজ পাতায় ।
ভালোবাসা তোর মিষ্টি কুয়াশায়
হৃদয় নদে তুলেছিলাম পাল ,
অবহেলায় ছেঁড়ে দিলি এই হৃদয়ের হাল ।
ভালোবাসা তোর জন্য ......
করেছি কতো আরাধনা
প্রভুর নিকট করেছি কতো প্রার্থনা ।
ভালোবাসা তোর জন্য .........
এই হৃদয়ে বয়েছিলো উষ্ণস্রোত
টগবগে রক্ত ধারা ।
কিন্তু আজ ধীর হয়ে গেছে
এই হৃদয়ের চোখের তারা ।
নিভে গেছে হৃদয়ের প্রদ্বীপ শিখা ।
ভালোবাসা তোকে খুঁজে খুঁজে ,
এই হৃদয়টা বড়ই ক্লান্ত ,
ভালোবাসা তোকে ভেবে ভেবে ...
হৃদয়টা এখন আর হয় না বিভ্রান্ত ।
ভালোবাসা তুই ভুলেছিস তোর শপথ ,
এই হৃদয়টা ভুলেছে ভালোবাসার জনপদ ।
কতো আনন্দের ধারা বয় এই ভুবনে ,
শুধু নীল কষ্টের বেদনা
গভীর হৃদয়ের নীল গগণে ।
ভালোবাসার কষ্টের এক নদী ।।