তোমার মনের যতো মাধুরী ঢেলে ,
যখন আমায় তুমি ভালোবাসা দিলে ,
আমি ভেসে গেছি তোমার প্রাণেরই ছোঁয়ায় ,
তাইতো বসে থাকি তোমারই প্রতীক্ষায় ।
সাত রঙ্গা রংধনুর স্বপ্ন দিয়ে --
তুমিতো হৃদয়ে সুর ছড়ালে ।
বেদনায় ভরা দু'নয়ন তোমার ,
ভাংলো যেন আমার মনেরই দুয়ার ।
জীবনটা তো নিয়তির মতো নির্ভুল
তাইতো নীল জোছনায়
হয়ে ফুটি বেদনার ফুল ।
এ মনের আঙ্গিনার নীরব ভাষাগুলো ,
কখন যেন পেয়ে যায় সুর ।
সেই মনের সুরের ছন্দে -- বন্ধু বেশে
চিরদিন থেকো তুমি আমারই পাশে ।
মনের আড়ালে রেখে ফুলের সুরভী
কখনো মুছে ফেলো না আমারই ছবি ।