শিশির ভেজা ঘাসের উপর
বিন্দু বিন্দু শিশিরের চোখের জল ,
যখন সূর্য উঠে দিনের চূড়ায় ,
ঘাসের মাঝেই শিশির মিলায় ।
স্বপ্নে বিভোর সমুদ্রের পাখি ,
জলের ছায়ায় করে ডাকাডাকি ।
মেঘ ভেদ করে বৃষ্টি ঝরে ,
শীতল হাওয়ায় হিম ঝরে পড়ে ।
নদী থেকে সাগরে জলধারা এসে ভরে
নদীর উপর ভাঙ্গা সাঁকো কেঁদে মরে ।
ঢেউ এর পর ঢেউ ঝরে --
সাগর তলার নির্জনে ।
সাগর গান গায় আপন মনে ।
সাগরের জলরাশি সব দুলতে দুলতে ,
সাগর পাড়ে আছড়ে পড়ে ।
মেঘে ঢাকা সূর্য কাঁদে ,
ভোরের বেদনায় বুক বাঁধে ।