যখন মনের ভিতর বসত করে শুধু একজনা ,
আমি তাতে পাই যে জামিন
মনটা পায় জেলখানা ।
যদি মনের ভিতর আঁকা থাকে
কারো জল রঙ্গা ছবি ...
থর- থোরিয়ে কাঁপে এ মন ,
যেন উদাস কোনো কবির ।
মনের কাঁদন , মনের বেদন
মনের ভিতরে ...,
মনের জ্বলন , মনের অনল
মনের গভীরে ...।
মনের সুখে হাসি কখনো
আবার মনের দুঃখে কাঁদি ।
সুখ - দুঃখের দোলায় দোলে
কেবল মনটাকে বাঁধি ।
মনের শক্তি বড় শক্তি
মনের মাঝেই মনের তৃপ্তি ।
ভেঙ্গে গেলে মনের সকল ভুল ভ্রান্তি
মনটা পায় যেন একটু প্রশান্তি ।
মনের মানুষ বিরাজ করে মনের ভিতরে
মনটা আমায় ভুলিয়ে রাখে মনের আদরে ।
মনের মাঝে মনের সাধন
মনের কাছে আমি অধম ।
মনটা যখন হয়ে পড়ে অতি স্বার্থপর
আমি তখন ভুলে যাই কেবা আপন কেবা পর।
মনটাকে বুঝাই কতো , মন যে বুঝে না ,
এই দুনিয়ায় কেহ নয় তোমার আপন জনা ।
মনের সাথে নিশীত রাতে
হারিয়ে যাই কল্পনাতে ।
কল্পনাতে মনটা আমার চাঁদ চুয়ানো মুখ ,
মনের ঘোরে জড়িয়ে রাখে, সেইতো পরম সুখ ।
মনের ঘরে জখম হলে ,
মনেতে হয় রক্তক্ষরণ ,
মনের আঁধারে তখন হয় মনেরই মরণ ।
দেহ আমার নীরব খাঁচা
মনটা হলো প্রানের সখা ।
মনটা যখন হারিয়ে যায় অসীম সীমানায় ,
মনটাকে বুঝাই আমি বসে নিরালায় ।
মনের ধরন , মনের গড়ন, বুঝা বড় দায় ,
মনের ইচ্ছায় সবই হয় এই দুনিয়ায় ।
আজো বুঝলাম না আমি মনেরই ধরন ,
তাইতো প্রনাম করি আমি মনেরই চরণ ।
মনরে মন ,মনরে মন ............
তুই কোথায় বন্ধি আছিস আজীবন ?
আমার সাথে কেনো করিস এতো ছল অকারণ ।।