বহু বেদনার বিষাদে ভরা এই জীবনের মরুভূমি ,
যেন মেঘের আড়ালে চাঁদের পাশে দুঃখের এক জনম ভূমি ।
তারা সমুদ্র পেরিয়ে আত্মজীবনীর করুনভুমি ।
শত প্রবাদ তৈরি করে শুন্য জীবনের অরণ্যভূমি ।
বৃষ্টিতে বৃষ্টিতে কখনো রিমঝিম করে চোখের পাতা ,
যেন ধূলির উপর পতঙ্গের আঁকাবাঁকা রেখা ।
জোছনার আলোতে ঘুরে বেড়ায় মানব মনের মূর্তি ,
হীম শীতল স্তূপ স্তূপ আঁধারের নীচে চাপা পড়ে যায় স্মৃতি ।
জীবনের বাঁকে বাঁকে পুরনো মেঘে যায় ঢেকে ,
সময়ের পথটা কখনো যায় এঁকে বেঁকে ।
মেঘে মেঘে ঢাকা তারা ,
যেন আজন্ম দিয়ে যায় পাহারা ।
কখনো মনের ঘোরে আকাশে আকাশে
পালকের হয় রঙ বদল ,
সময়ের স্রোতকে পিছনে ফেলে জীবন - মৃত্যুর বিন্দুতে
মিশে যায় একদিন জীবনের আঁচল ।
কুয়াশা ভরা বার্ধক্যে ঝাপসা
দৃষ্টি দিয়ে ভোর দেখা ,
যেন ঝিলকে উঠে জীবনের শিরা - উপশিরা ।
আকাশের প্রান্তে শতাব্দীর পর শতাব্দী ,
পৃথিবীর প্রান্তে তেপান্তরে দাড় করানো শূন্য জীবন ।
এক সময় থেমে যায় জীবনের ঝড় - বাদল
মেঘের আড়ালেই রয়ে যায় জীবন সূর্য ,
মেঘে মেঘে যেন ধূসর আকাশ মুমুর্য ।