অশ্রু লিপি আকাশের বুকে ,
কাশফুলের গন্ধে ভিজতে থাকে ।
বৃষ্টির কণ্ঠনালীর ছন্দমাখা ,
সকাল , দুপুর , সন্ধ্যাবেলা ।
উদাসী মন একাকী বৃষ্টির ভিতর ,
আকাশ জুড়ে ছড়িয়ে মেঘের চাদর ।
সবুজ ডালে স্মৃতির পাখির গান ,
সবুজ পাতার জন্য বড়ই কাঙ্গাল ।
বৃষ্টির আবেশে কৃষ্ণচূড়ার হাসি ,
বৃষ্টির হৃদয়ে বাজায় বাঁশি ।
নীলাম্বরী শাড়ি পরে শরৎ যখন আসে ,
নদী তীরে কাশফুলগুলো ও মৃদু হাসে ।
বৃষ্টির পরশে পদ্ম পাতাও নদী জলে ভাসে ।
আকাশের কোল ঘেঁষে বৃষ্টি বীণ বাজায় ,
জলে ভাসে খাল - বিল ----
বৃষ্টি বিন্দু গাছের সবুজ পাতায় ।