ধুসর আলোয় জলে মোমবাতি ,
আলোর আভায় উড়ে রেশমের প্রজাপতি ,
জোছনার আলো কাব্যে মেখে ,
কবিতার কুসুমকলি কবি যায় যে লিখে ।
জল ভরা চোখে মেঘের মতো ,
আকাশ বিদীর্ণ কাব্য হৃদয়ে আসে যতো ।
কতো ঝড় - বাদল বয়ে চলে কবিতার প্রান্তরে ,
মানুষের দুঃখ - বেদনার তেপান্তরে ।
কবিতার অদ্ভুত সব শব্দ নকশী রুমালের মতো ,
হৃদয় ভাঙ্গা বেদনার স্মৃতি যতো ।
তবুও কবি কবিতার মহিমা ছড়িয়ে ,
মানুষেরই হৃৎপিণ্ডের সাথে কবিতা রাখে জড়িয়ে ।
কখনো কবিতা অশ্রুজলের কেন্রভুমি ,
কখনো অরণ্যের মাঝে ধু ধু মরুভুমি ।
তবু কবিতার আত্মাগুলো যেন কাঁদে ,
মানুষের অবহেলার বিবাদে ।
কবিতার মানচিত্রে মেঘ , বৃষ্টি , জল ,
কবিতা মানুষের চোখের বর্ষার কাজল ।
তবে কি কবিতার স্বপ্নের মৃত্যু হবে ?
অবহেলার প্রলয় ঝড়ের মহাশ্রাবণে ?