যে দিন তুমি হারিয়ে যাবে অনেক দূরে বুহু দূরে
ফিরবে না আর কখনো আমার দ্বারে ,
আমি কাঁদবো না করুণ সুরে , তোমায় ভেবে ।
বসে রবো একা নিরালায় ,
খুঁজবো না তোমায় অজানা ঠিকানায় ।
তোমার ছায়া থাকবে আমার ডানে - বায়ে
দিবা - নিশি বলবো কথা তোমার সনে ।
হয়ে রবো নীরব নিথর ,
হেসে হেসে কাটিয়ে দেবো
নীল বেদনার প্রহর ।
হয়ে রবো নীল জোছনার ফুল ,
হয়তো শুকিয়ে যাবে অশ্রু নদীর কূল ।
নীল জোছনা আমায় আলো দেবে
আমি নিঃস্ব এই ভেবে ----
নীল আকাশ আমার সঙ্গী হবে ।
রাখবো তোমায় যতন করে
এই হৃদয়ের নীল বেদনার ঘরে ।
বৃষ্টি আমায় দেবে জল -
প্রকৃতি আমায় দেবে আবাসস্থল ।
যখন মরণ আমায় করবে বরণ
এই ভুবনে থাকবে আর আমার বিচরণ ।
মাটিকে আমি করবো আপন ,
শুধু পড়ে রইবে ভুলের এই ভুবন ।
যখন আমি অচিনপুরে
বাঁধবো বাসা মাটির ঘরে
আমায় কি আর পড়বে মনে
তোমার ------ ?
কোনো এক অবসরে ।।