দিনে দিনে কেমন আগ্রাসী হয়ে যাচ্ছি
আমার ভেতর যে মনুষ্যত্ব তা আজ হিমঘরে,
বরং এক নতুন পশু আড়মোড়া ভেঙ্গে জেগে উঠছে
আমি মানুষ এ দাবী খেলো; তার বসত এখন জাদুঘরে।


কী অনিশ্চিত ভাবনায় ঘর বাহির হয় আমার বোন
চলন্ত গাড়ি যেন তার কাছে বিভীষিকার আরেক নাম,
একতাল মাংসের জন্য কেন এতো লোভ
নারী তো মানুষ, আমরা কেন নিলাম পশুর বদনাম।


আমার ভেতরে যে ঘুমায় সে এক নরপশু
কেমন লকলকে জিব নিয়ে সব চেটেপুটে খেতে চায়;
উদরে আমার যতসব নষ্ট কিটের বসত
উগরে দিয়ে সব এলোমেলো করে দেয় বিষাক্ত থাবায়।


আমার লোভে ছারখার হয় বিউটিদের বাংলাদেশ
মায়ের সাথেও নিরাপদ নয় আমার মেয়ের স্বদেশ।
আমার লোলুপতা বিস্তার করেছে জম্মু থেকে লাহোর
আইয়ামে জাহেলিয়াতে পতিত আমার আপন ঘর।


আমি লজ্জিত; আমি পিতা, আমি ভ্রাতা, আমি স্বামী
আমার স্বজাতির অধঃপাতে আমার আজ বদনামী।
আমি তবু আশায় বুক বাঁধি নতুন সূর্য উদিত হবে
আমার অনাগত সন্তান এক নতুন পৃথিবী গড়ে তুলবে।


রুবু মুন্নাফ
২০-০৪-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।