একটি লাল জামা-
বাতাসে উড়ছে দেখ- সাথে এক কিশোরী,
না বাংলাদেশ না ভারত
মাঝখানে ঝুলে আছে আদমের উত্তরসূরী।


ফেলানী, বোন আমার আকাশ তো দেখনি
লজ্জাবনত হয়ে তুমি দেখছ ধরণী,
ভুলুন্ঠিত পতাকা আমার, সার্বভৌম টানাটানি
তবুও বলছি আমরা কিছুই হয় নি।


ঘুরছে ধরণী, দুলছে বাংলাদেশ
সাথে তোমার দেহখানি,
ফুঁসছি আমরা আমজনতা
নেতারা করে গদি নিয়ে টানাটানি।


সকাল থেকে সন্ধ্যা অবধি
কাঁটাতারে ঝুলে আছ,
বুলেট বিদ্ধ শরীরে তোমার
আবীর ছড়ায়ে রেখেছ।


বিপন্ন আজ স্বদেশ আমার
বিপন্ন মানবতা,
তোমার মত ঝুলে আছে দেখ
আমার প্রিয় স্বাধীনতা।


পতাকা আমরা পেয়েছি একটা
লাখো শহীদের রক্তে,
স্বাধীনতা কি পেয়েছি আদৌ ?
তবে কেন চলে গুলি তোমার বুকেতে।


ফেলানীপ, শোন বোন আমার
এতটুকুন বুকে গুলি চালাতে
হাত কাঁপেনি যাদের,
ক্ষমা করো না তাদের তুমি
ভষ্ম করো তাদের।
সাথে আমাদের- আমরা যারা
তোমার জন্য দিতে পারিনি
নিরাপদ স্বদেশ,
ছাই করে দিও তুমি
হায়রে! প্রিয় বাংলাদেশ।    


রুবু মুন্নাফ
১৮-০৬-১৩
আগা মাসিহ্ লেন, ঢাকা।