কতটুকু কাঙাল হলে রমণী এতটুকুন ভালোবাসা চায়
মনের গহীনে দুমড়ে মুচড়ে যাওয়া কী কেবলই অন্যায়!


তিল তিল করে গড়ে তোলে তারে নির্বাক অন্তর্দাহ
তবুও কী মিলে কাঙ্খিত সেই পুষ্পিত সাজানো গৃহ
আপন মানুষে খুঁজে ফেরে তারে কোথায় লুকানো দুখ
হয়তো হঠাৎই অচিন মানুষে খুঁজে পায় সে সুখ।


বানের স্রোতে ভেসে গেছে যে, সে জানে খড়কুটোর কি দাম
ভালোবাসা কী কেবলই হেলা, না হয় কেন এতো বদনাম।


তাল গাছ জানে নীল আকাশের মানে, কতটা তার সঙ্গী হয়
হেলাফেলা কী জন্মগত কারো, কারো কাছে অব্যয়!


হায় পারিজাত! তুমি ও কী মালা সবার খোঁপায় বাঁধো না
তবে কেন এই গুমরে মরা রমণীর তো মন মানে না।


রুবু মুন্নাফ
১৩-০৪-২০২০
বনশ্রী, ঢাকা।