তোমার গায়ের গন্ধটুকু দিও


তোমার গায়ের গন্ধটুকুও দিও, যতন করে রাখবো
দিনের শেষে রাত বিরাতে স্বপ্ন কাজল এঁকো
আমার মনের আঙিনাতে আলতো ছোঁয়া দিবো।
লাল টিপটা দিবে আমার হাতে
আবীর রঙে আকাশটাকে মাখবো দিনে রাতে।
দিবে তোমার কোঁকড়া চুলের বেণীর বাঁধনখানি
জানবে না তো তোমার বেণী আমার মরণ জানি।
দাও না তোমার ওড়না খানির ছেড়ে দেয়া প্রান্ত
কোথায় আকাশ, কোথায় জমিন, আমি দিগভ্রান্ত।
দিবে তোমার নয়ন দুটির একটুখানি পাপড়ি
তোমার জন্য গড়বো প্রাসাদ, যদিও আমি আনাড়ি।
ধরতে দিবে তোমার গালের পড়ে থাকা টোলে
একটুখানি টিপে দেবো ভালোবাসি বলে।
অধরখানি কাঁপে কেন, ভয় কী তুমি পেলে
পাগলি মেয়ে ভয় পেয়ো না চোখটি ধরো মেলে।


রুবু মুন্নাফ
২১-০৯-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।