কতিপয় মানুষের খোঁজে তোলপাড় চলছে,
কিছু মানুষের বড়ই দরকার
কি অপরিসীম ন্যাক্বারজনক ব্যাপার; মানুষের আকাল
এই জনপদ কী বর্বরদের দখলে চলে গেছে!
একটাও কী মানুষ নেই এই ঊনমানুষের দেশে!
খালেবিলে তবে কেন ইজ্জতের মূল্য দিতে হচ্ছে
বুড়িগঙ্গায় কেন মস্তকহীন লাশ ভেসে বেড়াচ্ছে
পতাকা বুঝি খাঁমচাতে শুরু করেছে হায়েনার বেশে।
পলিথিনে মুড়ে ছুঁড়ে দিতে হচ্ছে কুমারী মায়ের ফসল,
নেশার টাকার জন্য গলায় ছুরি বসাচ্ছে গুনধর পুত্রধন
শাহবাগের মোড়ে মিছিল চলছে চাকরি প্রত্যাশীর
দেশটা যাচ্ছে কোথায়? কোথায় তার গন্তব্যস্থল।
এই কী স্বপ্ন দেখেছিল পিতা-
ছাপ্পান্ন হাজার বর্গমাইলে লাঞ্ছিত তার দুহিতা;
বিউটি, পূর্ণিমা, তনুদের সারি ভারী হচ্ছে
অস্থির জনপদে ঝিমুচ্ছে বিবেকের ব্যর্থ বারতা।
নজরুলের উত্তরসূরীর কলম আজ সান দিতে ভুলে গেছে
সুকান্তরা তো কবেই যক্ষায় ভুগে মরে পচে আছে।
আজ বুদ্ধিজীবির রক্ত দূষিত লেহনে পেষনে
আস্থার সংকটে রাষ্ট্রযন্ত্র পরিনত জং ধরা মেশিনে।
এই জনপদেও আগমন ঘটেছে নতুন তত্ত্বের- বৃদ্ধাশ্রম
রাস্তায় পড়ে থাকে পিতামাতা, বৃথাই তাদের ঘাম শ্রম।
মানুষ কোথায়, মানুষের মানচিত্র দেখা বড় দরকার
ঊনমানুষের দেশে আজ মানুষের নেই কোন কারবার।


রুবু মুন্নাফ
২৬-০৫-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।