দু'ফোঁটা চোখের জল, রেখেছি ধরে করতল
হেঁয়ালি আঁখি ছলছল, গড়িয়ে পড়ে বেয়ে কপোল।
একি অমানিশা, ঘোর অন্ধকার
নিকষ কালোয়, যামিনী একাকার
আহত চন্দ্র, গ্রহণে হারায় বারবার
অমবস্যা সমাগত, মরুর আলেয়ায় দিগভ্রান্ত যাযাবর।
ইরাম নগরীতে বয়ে চলে শাদ্দাদের সফেদ ফোয়ারা
কতটা পেরেছে ধরে রাখতে বিধাতার করুণাধারা।
ব্যাবিলনে বুঝি আকাশ ছোঁয়া সহজ, শূন্য তার উদ্যান
পুন্ড্রনগরীতে জেগে উঠেছে বোধিসত্ত্বের ঐকতান।
সিন্ধুনদে আহত সভ্যতা মানবতা গুমরে মরে
তাজমহলের প্রতিটি পাথরে শাহজাহানের কান্না ধরে।
হেলেনের পানে তাকিয়ে প্যারিস ঘুমঘুম চোখ মেলে
ঝুল বারান্দায় দাঁড়িয়ে জুলিয়েট-রোমিও কথা বলে।
মরুর ঝড়ে আহত মজনু লাইলীর খোঁজ করে
পাথরের বুকে শিরির অবয়ব ফরহাদের আছে অন্তরে,
মালকা বানু রাজার কন্যা মনু মিয়ার পথ ছেয়ে
ডালিম কুমার ঘোড়া ছোটায় রাজকুমারী একলা ঘরে।
শূন্য মনে, দুঃখ বুনে, ভালোবাসার গল্প শুনে
একলা যে জন, কাঁদে সে জন, গুমরে মরে আপন মনে।


রুবু মুন্নাফ
২১-০৬-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।