জানি ভোর হবে আবারও
আলো আঁধারের শহরের মৃদূ তন্দ্রার ঘোড়ে শোনা যাবে পরিচিত মুয়াজ্জিনের কন্ঠ
নীল আকাশ ফিরবে পরিচিত সম্ভ্রমে
ভেসে উঠবে এক পুড়ে যাওয়া নক্ষত্রের অবয়ব
নতুন কোরে পোড়াতে আরো সহস্র কোমল শরির
যে শরির ধুঁয়েছে আঁধার কত সহস্র রাত স্তব্ধ আলিঙ্গনে
শান্ত করেছে কত কোমল শরির
কতকাল দগ্ধ হয়েছে পুড়ে ক্ষয়ে যাওয়া নক্ষত্রের আঁচে
ঐ ক্ষয়ে যাওয়া নক্ষত্র পোড়াবে আরও কিছু কাল
তবু আঁধার আসবে রাতের পালকিতে কোরে গুটিকতেক ক্ষয়ে যাওয়া নক্ষত্র সমেত
ওরা ক্ষয়ে গেছে বহুকাল আগেই
সেই গল্পই শোনাতে
নিস্তব্ধ মোলায়েম কালো হাত হৃদয়ে রেখে
শিতল হবার মন্ত্র শেখাতে আঁধার জননী ফিরে আসবে