সেদিন হয়ত সময় ছিলনা তোমার
দুদণ্ড দাঁড়াবার
ঘুড়ে চলেছিলে অহেতুক কোন প্রস্থানে
সে যাত্রা আজ তোমায় নিয়ে গেছে
গভির অন্ধকারের কার্ণিশে
আমি আলোর যাত্রী তুমি দেখনি
কভু সেই সুপ্ত মশাল
আলো হাতে দাঁড়িয়েছিলাম তোমার সমুখে
সেই শংকিত আলো ছুঁতে পারেনি তোমার অধর
সে আলো ক্রমেই বিলীন হল
তোমার নিশ্ছিদ্র আঁধারে