ভাঙ্গো নিজেকে প্রতিদিন
নিজেকে তলিয়ে যেতে দাও,
হারিয়ে যেতে দাও অস্তিত্বহীনতায়
মরে যেতে দাও এবেলা ও বেলায়
না বোঝার ভাণে চুপ থাক
যেন বুঝতে হবেনা কিছুই
নিজেকে অচেনা মনে হলে
হতে দাও,
সব ভুলে যাও, কিছু নেই যেন দুহাতে
ওরা ওদের মত থাক, তুমি নিজেকে ভেঙ্গে ফেল।
অচেনায় থেকে যাও এ যাত্রা
বড়জোর চিনে আর কি হবে
আঁধার কতটুকু চিনেছে নিজেকে?
দুঃখ পেলে পেতে দাও,
দিনশেষে ডুবে যেতে হবে সূর্যের মত সাগরের জলে
তবু পরেরদিন আবার দুহাত ধরে তুলে নেব।
এ যেন অবিচ্ছেদ্য প্রণয়
বড়জোর আর কতটুকু হারাবে
একটু অচেনা হলে?