অতঃপর চন্দ্র স্নান
সূর্যাস্ত,
তোমার প্রস্থান...
প্রস্তর রয়ে গেল অপূর্ণ
শলিল হল গোড় দান।
ঈষৎ আঁধারে কতেক জোনাকির গেল প্রাণ
আকাশ ভাঙ্গলো, জ্যোৎস্না গাঙর জলে হল মাল্যদান,
সবুজ জলে ভাসল ষোড়শীর কেশ...
আঁধার হল শশ্মান।