স্বাধীনতা তুমি এসেছিলে বলে
রবিন্দ্রনাথ আজ হেঁটে যায় ঢাকার রাস্তায়
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
বরিশালের পথে হাঁটলে আজও জীবনানন্দের দেখা পাই
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
ভ্যানগগ হৃদয়ে ধরে তুলি চালায় কিশোরের কোমল হাত
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
হুমায়ুন আহম্মেদ, হুমায়ুন আজাদের জম্ম হয়েছে এই বাংলায়
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
রোজ ভোড়ে উদয় হয় এক অসাম্প্রদায়িক সূর্য
স্বাধীনতা তুমি এসেছিলে বলে
হয়েছি ধন্য-হয়েছি দ্বিধাহীন-হয়েছি অপ্রতিরোধ্য।