১.
যাকেই ছুঁতে চাই অচ্ছুত হয়ে যাই।

২.
ভেতরে মুমূর্ষু প্রেম নিয়ে রোজ
ভেঁপু বাজিয়ে চলে এই অ্যাম্বুলেন্স।

৩.
বন্দুকের নল দিয়ে দেখলে শাদা গোলাপকেও লাল মনে হয়!

৪.
পোকারা আলোতে ধাবিত হয় মৃত্যু জেনেও
আমিও তোমাতে ধাবিত হই পরাজয় মেনেও।

৫.
সত্যও জলের মতো যার একক কোনো রং নেই।

৬.
কেউবা ব্যর্থ হয়ে প্রেমে
রোদন-স্নিগ্ধে ভাসায় রাত
কেউবা ব্যর্থ হয়ে অপ্রেমে
স্মৃতিতে হয় কুপোকাত।

৭.
বর্ণ ছাড়া যেমন হয় না ধ্বনির প্রকাশ
তুমিহীন খা খা করে শূন্য এই আকাশ।

৮.
যে যত নিজের গভীরে যায়
সে তত আলোর খোঁজ পায়।

৯.
তোমাকে যে যত পেয়ে যায়
পাবার তৃষ্ণা তত কমে যায়।

১০.
প্রেমিক তোমার নাইবা হলাম
ভালোবাসি তবু নাইবা পেলাম।

১১.
কাটছে না প্রেমের দুর্গতি
হবো তোমার শরণাগতি।

১২.
প্রেমিক ও সৈনিকের কাজ একই—লড়াই চালিয়ে যাওয়া।

১৩.
পেতে গেলেই মরীচিকা
ছিঁড়ে যায় আশা-শিকা।

১৪.
ভালোবাসার কাছে গিয়ে দেখি সে নিজেও ভালোবাসা চায়।

১৫.
জীবন ও জীবিকার মাঝে মশারি নিত্য বিচ্ছেদ রচনা করে চলছে।