তুমি ভাবছো
তুমি অনন্ত শাশ্বত
তুমি মহাপরাক্রমশালী
তুমি ক্ষমাশীল মহাদণ্ডধর
তুমি অক্ষয় অব্যয় অবিনশ্বর।
তোমার ক্ষোভে বেড়ে যায় নির্যাতন
তোমার ইশারায় নিষ্পাপের প্রাণ যায়
তোমার হিংসায় শিশুর পিতা হয় নিখোঁজ
তোমার আক্রোশে থরথর কাঁপে একটি জনপদ।
তুমি একটি মানচিত্রের একচ্ছত্র রাজাধিরাজ
তোমার ত্রাসে জনতার মুখে মুখে ঝুলে তালা
তোমার সামনে বিদ্রোহীরা হয় চাটুকার
তোমার প্রতাপে পাখিরা হয় ফেরারি।
হে সর্বজান্তা, উত্তাপে লোহাও গলে
হে সর্বব্যাপী, পাথরেরও হয় ক্ষয়
তুমিতো কোনো ঈশ্বর নও
পূর্বসূরীদের মতো
তুমিও নশ্বর
মরে যাবে
ঝরে যাবে
ভেঙে যাবে একদিন তোমার প্রতাপের মসনদ।