নীরা তোমাকে কি লিখব জানিনা!
আকাশ যেমন বোঝেনা তারার বেদনা
তেমনি তুমিও খুঁজতে যাওনি যুগল
সুখ-ঠিকানা।
সেই ছেলেবেলায় সাঁঝের আলোয়
ছুঁয়েছিলাম তোমার চুল।
সেটাই ছিল অনাদিকালের প্রেম-স্রোতে
ভেসে চলা সর্বনাশা ভুল।
সেই যে যখন বৃষ্টি ভেজা চুলে জল টলমল
চক্ষু কপোল বেয়ে ঝরে পড়া জল অবিরল।
চিবুক গড়িয়ে জলের ধারা ছুঁয়ে দিলেম অনামিকায়
তুমিই তখন উষ্ঞ ডোরে বেঁধে দিলে অরুনিমায়।
তারপর কত বর্ষা,কত গড়িয়ে পড়া জল!
চলে গেলে স্বপ্ন ছেড়ে অক্ষি ছলোছল।
সুখে আছো সুখে থেকো এই কামনায়
ইতি তোমার ছেলেবেলার জল-জ্যোৎস্নায়।