একটা ছেলে অন্যরকম! তার জীবনে–
ফুল, পাখিদের বন্যা এলো
নদীনালা, ঝর্ণা এলো
শতো ভোরের প্রভাত এলো–আলো নিয়ে।
সূর্য এবং চন্দ্র এলো
অঝোর ধারায় বৃষ্টি এলো
খুব গোপনে কান্না এলো–আঁধার নিয়ে।
হাসি এবং খুশি এলো
সুসময়ের বন্ধু এলো
যখন–তখন বৃষ্টি এলো–তপ্ত দুপুরে।
কষ্ট এলো, দুঃখ এলো
পাহাড় হয়ে নষ্ট এলো
অপবাদের চিহ্ন এলো–খ্যাপা কুক্কুরে।
আকাশ এবং বৃক্ষ এলো
দূরের মাঠের সবুজ এলো
জোনাক পোকা, ভ্রমর এলো–অপূর্ব রঙিন।
গাড়ি, বাড়ি, বিল্ডিং এলো
অচেনা বেশ মানুষ এলো
এমন করে বহত এলো
নারীর প্রেমের অপূর্ণতায়–হৃদয়টা গহীন!