এক দেখাতেই রুপসীর প্রেমে
পড়েছি।
ভালবাসি একথা বলার তরে-
বহুবার তার দ্বারে ছুটে
গিয়েছি।
কিন্তু বলিনি। এজন্যই বলিনি--
যে রুপসী আমার কবিতার
ভাষায়,
রচিত গল্পের ভাষায়, জেগে
ওঠে না,
সে কী আমার হৃদয়টা বুঝবে।
না সে বুঝবে না।
সে হল বোধহীন রুপসী
তার সাথে আমার প্রেম হবে
না।
যে রুপসী আমার মুখের ভাষায়,
অপলক চোখের ভাষায়, প্রেম
দেখেনা,
সে কী আমার হৃদয়টা বুঝবে।
না সে বুঝবে না।
সে হল বোধহীন রুপসী
তার সাথে আমার প্রেম হবে
না।
যে রুপসী আমার গানের সুরে,
বৈকালের ওই বাঁশির সুরে, মন
নাড়েনা,
সে কী আমার হৃদয়টা বুঝবে।
না সে বুঝবে না।
সে হল বোধহীন রুপসী
তার সাথে আমার প্রেম হবে
না।
যে রুপসী আমার হাতের
গোলাপ,
ওষ্টে আরো প্রেমের
বিলাপ,শুনেও শুনেনা,
সে কী আমার হৃদয়টা বুঝবে।
না সে বুঝবে না।
সে হল বোধহীন রুপসী
তার সাথে আমার প্রেম হবে
না।
যে রুপসী আমার উদাস চলার,
অস্তিরতায় কথা বলার, মানে
খুঁজে না,
সে কী আমার হৃদয়টা বুঝবে।
না সে বুঝবে না।
সে হল বোধহীন রুপসী
তার সাথে আমার প্রেম হবে
না।