নাম:মুহা.রুহুল আমীন।শ্রেনীর শিক্ষক উপাধী দিয়েছিলে 'দূর্জয় কবি'।সেই থেকে নামের পাশে 'দূর্জয়'শব্দটি জায়গা জুড়ে আছে।তবে 'দুর্জয়'এর মতো কোন কাজ করি নি।1998 সালে মৌলভী বাজার জেলার জগন্নাথপুর গ্রামে রাজমিস্ত্রী মুহা.আব্দুর রহিম ও মুছা.মিছমারুন বেগমের কুল কালো করে আসলাম এই কাব্যের পৃথিবীতে।শ্রেণীশিক্ষক নুরুদ্দীন সিরাজনগরীর উৎসাহে 2012 সালে একটু আধটু এবং2015সালে বিপুল উদ্দিপনার সাথে কাব্যচর্চা শুরু করি।কাব্যের মাঝেই খুজে পাই আমি সুখ-শান্তি, কাব্যের মাঝেই পড়ে থাকতে লাগে ভালো।গরীব বাবা মায়ের ছেলে তাই বেশী বেশী কাব্যচর্চার সময় পাই না।কাব্যগ্রন্থ?কোন প্রশ্নই আসে না! অ-লিখতে যে কলমের নিব ভাংগে সে কাব্যগ্রন্থ প্রকাশ করবে কিভাবে?।