মানবিক আর অমানবিক এর মধ্যবর্তী নেই কোনো বিশেষত্ব,
মানবিকতায় মনুষ্যত্বের পরিচয়, অমানবিকতায় হিংস্র পশুত্ব।
ভক্তি আর ঘৃণা এর মধ্যবর্তী নেই কোনো অভিব্যক্তির দর্পন,
সেই জন করে মর্মে মর্মে উপলব্ধি, যার প্রতি করা হয় অর্পণ।


সত্য আর মিথ্যার মাঝামাঝি নেই নির্ণয়ের কোনো অনুভূতি,
বিশ্বাস-অবিশ্বাসের মধ্যবর্তী নেই কোনো রকম প্রতিশ্রুতি।
এমন কোনো জায়গা নেই যা বেহেশত দোযখের মধ্যবর্তী!
হয় বেহেশত না হয় দোযখ, এই দুটো জায়গা হবে ভর্তি।


বেহেশত লাভের আশায় যারা এর মালিকের কথা ভুলে যায়!
বেহেশত লাভের উদ্দেশ্যে পূণ্য করে, তাদের অবস্থান কোথায়?
জ্ঞানী ব্যক্তি বেহেশত লাভে নয়, নিবেদিত মনিবের সন্তুষ্টি জন্য,
দেন কাজের আঞ্জাম, এসে যায় না কেউ তাদের ভাবলে নগন্য।


কারো কাছে নয়, নিজের কাছে চুড়ান্ত প্রশ্ন করি একান্তে,
চিরায়ত সত্য-মিথ্যার পৃথিবীতে আমি আছি কোন্ প্রান্তে?


২৪ অগ্রহায়ণ-১৪২৯ বঙ্গাব্দ
০৮ জানুয়ারি-২০২৩ খ্রিস্টাব্দ
রবিবার, রাত ০৩: ০০ টা।