বিশাল বড় এই পৃথিবীতে খুবই ছোট্ট জীবন,
সকল বিষয় হয় না জানা অতৃপ্ত থাকে মন ৷
পৃথিবীর সকল পুস্তকে চক্ষু বুলানো হয় না,
এত সময় কোথা পাই? পূরণ করার বায়না?


নদ-নদী, বন পর্বত আর কত আয়োজন,
সব সৌন্দর্যকে করতে চাই অবলোকন ৷
পৃথিবীর সব প্রান্তে পড়ে না এ দু'টি চরণ,
যত কষ্ট আসুক অকপটে করতে চাই বরণ!


পৃথিবীর যত মুগ্ধতা এ হৃদয়খানি দিয়ে
করা হয় না তীব্র অনুভব স্বশরীরে গিয়ে ৷
অনেক কিছু ভাবে এ মন হয় না কিছু করা
কত রহস্য থাকে অজানা আগ্রহে হৃদয় ভরা ৷


১৯/০৯/২০১৭