পাক কালামের ভাষায় "শিয়া"
শব্দের অর্থ অনুসারী
যে যার করবে অনুসরণ
সে জন অনুগামী তারই।


বহুকাল ধরে কে বা কারা
অপব্যাখ্যা দেয় দিবাযামী,
শিয়া মানে কাফির পথভ্রষ্ট
অভিশপ্ত বিপদগামী।


তাদের উদ্দেশ্যে বলবো কেনো
অপব্যখা দাও তোমরা?
আঁধারে অনুমানে তীর
নিক্ষেপকারীই বধির ও গোমরা!


এটার বিচার বিশ্লেষণ না করে
অন্ধের মতো চলেন মিয়া?
যতই বলেন শিয়া নই, রাসুলের
অনুসারী হলে আপনি তাঁর শিয়া।


যে সব বর্ণচোরা উপলব্ধির
পরেও বলে "আমি শিয়া না" ,
তবে শেষে হবে ধরাশায়ী
হোক যতো বড়ই সেয়ানা।