আমার বাহির দেখে বুঝবে নাগো কান্না-হাসি!
হৃদয়ে ঝরে শিশির, কখনো বাজে করুণ বাঁশি।
ওগো সেই শিশিরে জন্মে কতো সবুজ তৃণ
সেকথা কেউ জানবে নাতো কোনো দিনও।


কাব্য লেখি নিদ্রা জাগি
মূল্য তার দেবার আছে অনুরাগী?
শান্ত নহে, তুফান  বহে হৃদয় মাঝে
আমায় কেউ দেখবে না কল্পনাতেও সকাল-সাঝে।


ফুলের মতো ছাড়িবো সুবাস তবুও খুঁজবে নাকো
কারো নিশাস পড়বে মোর বুকে, তবুও বুঝবে নাকো!
হৃদয়টা বাঁধ ভাঙা এক নদীর জোয়ার
সেথা উন্মোচিত স্বপ্ন দুয়ার ৷


জান কী বিনা শুন্য সেথা অভিমানী?
স্বপ্ন দেখা স্বার্থক হবে চোখের কাছে চক্ষু আনি।


রচনাস্থান : পান্থপাড়া, শার্শা, যশোর।
রচনাকাল : ১৫.০৩.২০০১ খ্রিঃ