ইচ্ছেদের ভুবন, মানুষের মনে,
ডানা মেলে আকাশের কোণে,
  ইচ্ছেরাও মেঘের মত ভাসে,
   মনেরাকাশে দলবেঁধে আসে ৷


ইচ্ছেদের রঙিন জামা গায়,
তাদের সব বিচিত্র অভিপ্রায় ৷
  একের আকাশ অন্যরা কেউ,
   দেখতে পারে না তো মোটেও ৷


কিছু ইচ্ছেরা ঝরে বৃষ্টির মত,
ফুল হয়ে ফোটে যে অবিরত ৷
  কিছু ইচ্ছে মরে অকাতরে!
   যারা ঝড়ের কবলে পড়ে!


দেহাবসানে কোথা যায় মন?
ইচ্ছেরা কোথা থাকে তখন?
  দেহাবসানের কারণে ইচ্ছেরা
   হয়ে যায় কী আকাশের তারা?


না কী তাদেরও দেহের সাথে
সহমরণ হয় জীবন প্রভাতে?
  ইচ্ছেদেরও কী সমাধি হয়ে যায়?
   দম আটকে কী ডানা ঝাপটায়?


১১/০৯/২০১৭