কেটে গেলেও সপ্তাহ, মাস, বছর,
মনে হয় একঘুমে গেল এক প্রহর ৷
অনেক কিছু ভুলে গেলেও অজ্ঞাতে,
ভুলিনা তোমায়, কভু কোন মতে ৷


ধনী, গরীব উচু নিচু কোন ভেদ নাই
এ বৃৃহৎ পরিবারে সকলে বোন ভাই ৷
ভেদাভেদ নেই কে ছোট বড় নামী,
কে নবীন, কে প্রবীন বা কে দামী ৷


শোণিতের বন্ধন নাই তবু কত আপন,
স্ব স্ব দূরে অবস্থান তবু একত্রে যাপন ৷
ঠিকানা জানা নেই তবু কত চেনা,
আছে যেন জন্মান্তরের লেনাদেনা ৷


কতদূরে বাস তবু যেন পাশাপাশি,
হৃদয়ের টানে কত ভালোবাসাবাসি ৷
আনন্দমূখর স্মৃতি আর প্রীতি কত,
ইতিহাস হয়ে র'বে দিন হলে গত ৷